সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি ও স্বেচ্ছারিতার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ উল্লেখ করে ৯ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
একই সঙ্গে দ্রুত তার অপসারনের দাবি জানিয়ে গতকাল সোমবার (১২ মে) মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বরাবর লিখিত ভাবে এ অনাস্থা প্রস্তাব দিয়েছেন তারা।
অনাস্থাপত্রে জানা গেছে, আমরা নিম্নস্বাক্ষরকারীগণ আপনার সুনিয়ন্ত্রিত মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য হই।বিগত ০৩.০৯.২৪ ইং তারিখে অত্র ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারকে পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিবুর রহমান তালুকদারকে প্যানেল চেয়ারম্যান - ২ করে পরিষদ গঠন করা হয়েছিল। প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তারকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিনি নিয়মিত অফিসে অনুপস্থিতি,বিভিন্ন প্রকল্পের কাজে গাফিলতি,স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়ম দূর্নীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। আমরা ইউপি সদস্যগণ এই বিষয়ে তাঁকে বারংবার বলার পরেও এই বিষয়ে তিনি কর্ণপাত করেন না। তিনি কোনো ইউপি সদস্যকে গুরুত্ব দিচ্ছে না।
মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের আমরা নিম্নস্বাক্ষরকারী সিংহভাগ সদস্য অভিযুক্ত আব্দুস সাত্তারকে অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে সমর্থন করি না। ফলে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের আমরা নিম্নবর্ণিত ইউপি সদস্যগণ তার বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান পদে আপনার বরাবরে লিখিতভাবে অনাস্থা প্রদান করলাম। এবং প্যানেল চেয়ারম্যান -২ হাবিবুর রহমান তালুকদারকে দায়িত্ব প্রদানের জন্য জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
অনাস্থা প্রস্তাব করা ইউপি সদস্যরা হলেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য কাকলী রাণী তালুকদার, মোছা. জেসমিন আক্তার,মোছা. রোকেয়া আক্তার,মো. হাবিবুর রহমান তালুকদার,সনেট তালুকদার, সুমন চন্দ্র বর্মণ, নুর আহাম্মদ,সুশীল চন্দ্র বিশ্বাস ও আলী উসমান।
এই বিষয়ে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, কয়েকজন আওয়ামী লীগের দোসর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব করেছে। এই বিষয়ে তারা আমাকে কিছুই জানায়নি।
ইউএনও উজ্জ্বল রায় বলেন, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে ৯ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন। এই বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।