
হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী পূর্ব জামগড়া এলাকার আলী ও শহীদের বাড়ির পুকুর থেকে ২ টি ভারতীয় চোরাই মহিষ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান।
বৃহস্পতিবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহিষের মালিক কে পাওয়া যায়নি। একইদিন দুপুরে জামগড়া গ্রামের ফজলু মিয়ার গোয়ালঘর থেকে ভারতীয় ৩ টি মহিষ জব্দ করেছে থানা পুলিশ। অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে ফজলু মিয়া পালিয়ে যান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, এ বিষয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা মহিষগুলো পুকুরের মধ্যে রেখে পালিয়ে যায়। যার বাড়িতে অভিযান চালানো হয় তারা দীর্ঘদিন ধরে বাড়িতে থাকেন না। পরে আমরা মহিষ দুটি উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে দিয়েছি। চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।