
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে অবৈধভাবে গড়ে উঠা তিনিটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৬ লাখ করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতর ঢাকা সদর।
আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ধুরাইল ইউনিয়নের মমিনপুর ও পাবিয়াজুরী এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় এক্সকাভেটর দিয়ে আংশিক গুঁড়িয়ে দেওয়া হয় মমিনপুর এলাকায় অবস্থিত মেসার্স আর এ এইচ ব্রিকস ও মেসার্স সোনালী জিকঝাক ব্রিকস, এবং পাবিয়াজুরী এলাকায় মেসার্স এসবিএম ব্রিকস। এছাড়াও এই তিন ইটভাটাকে ৬ লাখ টাকা করে ১৮ লাখ টাকা জরিমানাসহ ভাটা বন্ধের নির্দেশ দেয় আদালত।
এই আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব, মনিটরিং এন্ড এনফর্সমেন্ট উইং এর আব্দুল্লাহ-আল-মামুন । এসময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও ময়মনসিংহ জেলা পুলিশ, হালুয়াঘাট ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রুকন মিয়া বলেন, আজ হালুয়াঘাটের ধুরাইলে তিনটি অবৈধ ইটভাটায় ঢাকা সদর দপ্তর থেকে অভিয়ান চালানো হয়। তিনটি ভাটায় আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেই সাথে বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। এসময় ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।