
হালুয়াঘাট দর্পণ পরিষদ কর্তৃক প্রকাশিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সাময়িকী “হালুয়াঘাট দর্পণ”- এর ১১তম কিংবদন্তি সংখ্যার মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। হোপ মাল্টিমিডিয়া, ঢাকার সহযোগিতায় আজ রবিবার (৬ এপ্রিল, ২০২৫) বিকেল ৫টায় হালুয়াঘাট উপজেলা কনফারেন্স হলরুমে এই আয়োজন করা হয়।
হালুয়াঘাট দর্পণ পরিষদের সদস্য তারিকুল ইসলাম চঞ্চল সরকারের সঞ্চালনায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে হালুয়াঘাট ১১তম কিংবদন্তি সংখ্যার মোড়ক উন্মোচন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট দর্পণ পরিষদের উপদেষ্টা শিল্পী সন্তু সাহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হালুয়াঘাট দর্পণ পরিষদের সদস্য কবি কমল ভদ্র, শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহ দেলোয়ার হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন কবি প্রাঙ্গণ বাংলাদেশের সভাপতি কবি জালাল উদ্দীন আহমদ, অধ্যাপক অশোক সরকার অপু, বিশিষ্ট কবি, গবেষক ও প্রাবন্ধিক মতেন্দ্র মানকিন, কবি মোজাম্মেল খান চাঁদশ্রী, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মোঃ মুজিবুর রহমান, হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলমত, সংগীত ওস্তাদ মিত্র বর্দ্ধন পাল, আবৃত্তি শিল্পী কমল আচার্য, গল্পকার ও সম্পাদক নিতীশ কুমার দ্রং, তরুণ কবি ও সম্পাদক শরীফ মল্লিক, হালুয়াঘাট দর্পণ সম্পাদক মাহমুদ আবদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন হালুয়াঘাট দর্পণ পরিষদের উপদেষ্টা এনামুল হক মন্ডল। এসময় হালুয়াঘাটের কবি-সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।