, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যনগরে অনাস্থার বিরুদ্ধে সেই প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন মধ্যনগরে জমি দখলের অভিযোগে মানববন্ধন প্রকাশিত সংবাদের প্রতিবাদ আলোকদী গ্রামে রাস্তার সলিং কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা মোঃ কামরুল ইসলাম খান ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৪ মামলায় জরিমানা ১৯ হাজার মধ্যনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা প্রস্তাব ফুলপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁ*জা*সহ আটক ২ ফুলপুরে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত– সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর গ্রেপ্তার

উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস

  • অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৫৫ পড়া হয়েছে

জাতীয় স্মৃতিসৌধে বক্তব্য দিচ্ছেন মির্জা আব্বাস। ছবি: আজকের পত্রিকা

প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। আর নির্বাচন হবে না—এমনটা বিশ্বাস আমরা করি না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বুধবার মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

কোনো অনৈক্য রয়েছে কি না, প্রশ্নে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘অনৈক্য কিছু নাই। স্বার্থের সংঘাত আছে, প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শিক জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। যার যার মতাদর্শ থেকে কথা বলে। এটা আমি অনৈক্য বলব না। যদি কেউ অনৈক্য বলে, এটাকে আমি এমন করে বলব—এমন সময় যদি কখনো আসে, জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব। এখানে কোনো ভুল নাই। এখন দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা কথা বলছি, হতে পারে। কিন্তু যখন প্রয়োজন হবে, তখন বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে।’

মির্জা আব্বাস বলেছেন, ‘আজকে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, অতঃপর দেশে থেকে যুদ্ধ করে উনি দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। ৫ তারিখের পরে আবার নতুন করে পেয়েছি। আমি ’৭১-এর বীর শহীদ যাঁরা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা এনে দিয়েছেন, তাঁদের স্মরণ করছি। তাঁদের পরিবারের যাঁরা এখনো বেঁচে আছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকের এই দিনে দেশবাসীকে খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা এই মাত্র কিছুদিন আগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন স্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করে, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে, তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়। ’৭১-এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না। সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়।’

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ:  আজকের পত্রিকা (https://www.ajkerpatrika.com/bangladesh/dhaka/ajp7hactsvjun)

মধ্যনগরে অনাস্থার বিরুদ্ধে সেই প্যানেল চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস

প্রকাশের সময় : ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। আর নির্বাচন হবে না—এমনটা বিশ্বাস আমরা করি না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বুধবার মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

কোনো অনৈক্য রয়েছে কি না, প্রশ্নে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘অনৈক্য কিছু নাই। স্বার্থের সংঘাত আছে, প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শিক জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। যার যার মতাদর্শ থেকে কথা বলে। এটা আমি অনৈক্য বলব না। যদি কেউ অনৈক্য বলে, এটাকে আমি এমন করে বলব—এমন সময় যদি কখনো আসে, জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব। এখানে কোনো ভুল নাই। এখন দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা কথা বলছি, হতে পারে। কিন্তু যখন প্রয়োজন হবে, তখন বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে।’

মির্জা আব্বাস বলেছেন, ‘আজকে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, অতঃপর দেশে থেকে যুদ্ধ করে উনি দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। ৫ তারিখের পরে আবার নতুন করে পেয়েছি। আমি ’৭১-এর বীর শহীদ যাঁরা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা এনে দিয়েছেন, তাঁদের স্মরণ করছি। তাঁদের পরিবারের যাঁরা এখনো বেঁচে আছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকের এই দিনে দেশবাসীকে খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা এই মাত্র কিছুদিন আগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন স্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করে, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে, তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়। ’৭১-এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না। সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়।’

তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ:  আজকের পত্রিকা (https://www.ajkerpatrika.com/bangladesh/dhaka/ajp7hactsvjun)